বাঘের মুখে ঝুলত যদি রামছাগলের দাড়ি,
শুয়োর যদি পাখির মত , উড়ত ডানা নাড়ি ,
গাছের ডালে বসে বাঁদর, গোঁফে দিত চারা,
হুতুম প্যাঁচা আসত ছুটে বাগিয়ে বিষম দাঁড়া,
উত্সাহেতে ধোপার গাধা গাইত যদি গান,
দেখে শুনে চমকে তবে উঠত না কার প্রাণ।
সেই ছোটবেলায় পড়া ছড়া আর গল্প। কোনটা বাবা-মায়ের মুখে শোনা - কোনটা বা স্কুলের বইয়ে পড়া আবার কোনোটা পাওয়া ছোটবেলায় উপহার পাওয়া ছড়ার বই , গল্পের বই থেকে।