১ ফেব, ২০১৬

যদি এমন হতো !

বাঘের মুখে ঝুলত যদি রামছাগলের দাড়ি,
শুয়োর যদি পাখির মত , উড়ত ডানা নাড়ি ,
গাছের ডালে বসে বাঁদর, গোঁফে দিত চারা,
হুতুম প্যাঁচা আসত ছুটে বাগিয়ে বিষম দাঁড়া,
উত্সাহেতে ধোপার গাধা গাইত যদি গান,
দেখে শুনে চমকে তবে উঠত না কার প্রাণ।


মোরগ ও মুরগি

 
 
মোরগ মোরগ মোরগ-টি
মাথার পরে লাল ঝুঁটি,
উচ্চে তুলে পুচ্ছ তার
করছে দেখো কি চিৎকার!
বাচ্চা নিয়ে মুরগি-টি
ওই যে কণা খায় খুঁটি,
হেথায় হোথায় ডিম পাড়ে
কোঁকর কোঁকর ডাক ছাড়ে।। 

তাঁতীর বাড়ি

 
 
তাঁতীর বাড়ি ব্যাঙ-এর বাসা
কোলা ব্যাঙ-এর ছা,
খায় দায় গান গায়
তাই রে নাই রে না।।

হাট্টিমাটিমটিম

 
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।।

কাক

 
কুচকুচে কালো রঙ
কর্কশ ডাক,
সারাদিন দুষ্টুমি
দজ্জাল কাক।
পেটুকের শিরোমণি
দিনভর চুরি,
উঁকিঝুঁকি ঘরে-ঘরে
শুধু ঘোরাঘুরি।
খাবার দেখলে পরে
মিটিমিটি চায়,
ফাঁক পেলে ঠোঁটে নিয়ে
তখুনি পালায়।।

 

টিয়া

 
 
টিয়ারাণী টিয়ারাণী
গায়ে সবুজ শাড়িখানি,
রঙ মেখেছে রাঙ্গা ঠোঁটে
দেখো কেমন বাহার ফোটে।
বসে আছে বিয়ের কনে
সেজেগুজে আপন মনে।
টিয়া কথা কইতে পারে,
শিখিয়ে দিলে বুলি তারে।

কোকিল

 
কুহু কুহু কোকিল ডাকে
আমগাছের ফাঁকে ফাঁকে।
মুকুল এল ফাগুন মাসে,
খবর পেয়ে কোকিল আসে।
কাকের বাসায় ডিম পেড়ে,
কোকিল পালায় দেশ ছেড়ে।
কাকে পোষে কোকিল ছানা,
এই কথাটি সবার জানা।


কাকাতুয়া

 
 
ঠিক যেন রামদিন
দারোয়ান হাঁকে রে!
কৌন হ্যায় কৌন হ্যায়
কোন পাখি ডাকে রে?
পাখিদের দারোয়ান
কাকাতুয়া নাম তার,
দেখো চেয়ে পরিপাটি
পোশাকের কি বাহার! 

নোটন নোটন পায়রাগুলি

 
নোটন নোটন পায়রাগুলি ঝোঁটন বেঁধেছে

ওপারেতে ছেলেমেয়ে নাইতে নেমেছে।
দুই পারে দুই রুই কাতলা ভেসে উঠেছে,
কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে
উঃ দাদা! বড্ড লেগেছে।।            

প্যাঁচা আর প্যাঁচানি

 

প্যাঁচা কয় প্যাঁচানি,
খাসা তোর চ্যাঁচানি!
শুনে শুনে আনমন
নাচে মোর প্রাণমন!
মাজা গলা চাঁচা সুর
আহ্লাদে ভরপুর!
গলা-চেরা ধমকে
গাছপালা চমকে,
সুরে সুরে কত প্যাঁচ
গিটকিরি ক্যাঁচ্‌ ক্যাঁচ্‌!
যত ভয় যত দুখ
দুরু দুরু ধুক্‌ ধুক্‌,
তোর গানে পেঁচি রে
সব ভুলে গেছি রে-
চাঁদ মুখে মিঠে গান
শুনে ঝরে দু'নয়ান।।
 
--সুকুমার রায়--