১৫ আগ, ২০১৭

তুতলি পাখি

তুতলি পাখি তুতলি পাখি

দেখতে বড় খাসা

কাঠদোলনা ঝোপের ভেতর

তুতলি পাখির বাসা।


কাঠদোলনা কাঠদোলনা

দুলছ কেন না?

দেখো যেন তুতলি আমার

উঠে পড়ে না।


তুতলি বুড়ি রূপের ঝুড়ি

আয় মা আমার কোলে

কান ভরে তোর গান শুনি মা

দেখি দুচোখ মেলে।


---গৌরী ধর্মপাল---
('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

বাবা আর মা






বাবাও নাকি ছোট ছিলেন

মা ছিলেন এক রত্তি

ঠাম্মা-দিদু বলে এ সব

মিথ্যে নয় সত্যি!

বাবা ছিলেন আমার সমান

টুয়ার সমান মা

বাবা চড়তেন কাঠের ঘোড়ায়

মা দিতেন হামা।

---সুনীল গঙ্গোপাধ্যায়---

('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

ফুটফুটে জোছনায়


ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়

বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম।

চাও কেন পিটিপিটি, উঠে পড় লক্ষ্মীটি!

চাঁদ চায় মিটিমিটি, বনভূমি নিঝ্ঝুম।

ফাল্গুনে বনে বনে, পরীরা যে ফুল বোনে

চলে এসো ভাইবোনে, চোখ কেন ঘুমঘুম?

--মোহিতলাল মজুমদার--

('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)