১ ফেব, ২০১৬

যদি এমন হতো !

বাঘের মুখে ঝুলত যদি রামছাগলের দাড়ি,
শুয়োর যদি পাখির মত , উড়ত ডানা নাড়ি ,
গাছের ডালে বসে বাঁদর, গোঁফে দিত চারা,
হুতুম প্যাঁচা আসত ছুটে বাগিয়ে বিষম দাঁড়া,
উত্সাহেতে ধোপার গাধা গাইত যদি গান,
দেখে শুনে চমকে তবে উঠত না কার প্রাণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন