১ ফেব, ২০১৬

প্যাঁচা আর প্যাঁচানি

 

প্যাঁচা কয় প্যাঁচানি,
খাসা তোর চ্যাঁচানি!
শুনে শুনে আনমন
নাচে মোর প্রাণমন!
মাজা গলা চাঁচা সুর
আহ্লাদে ভরপুর!
গলা-চেরা ধমকে
গাছপালা চমকে,
সুরে সুরে কত প্যাঁচ
গিটকিরি ক্যাঁচ্‌ ক্যাঁচ্‌!
যত ভয় যত দুখ
দুরু দুরু ধুক্‌ ধুক্‌,
তোর গানে পেঁচি রে
সব ভুলে গেছি রে-
চাঁদ মুখে মিঠে গান
শুনে ঝরে দু'নয়ান।।
 
--সুকুমার রায়--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন