ফড়িং বাবুর বিয়ে
টিকটিকিতে ঢোলক বাজায়
ধুনচি মাথায় দিয়ে।
বেহারা হল তেলাপোকা
পালকি কাঁধে নিয়ে।
দেখতে এলো সেজেগুজে
পিপড়ে মায়ঝিয়ে
আরে ফড়িং বাবুর বিয়ে।
ঘাসের পাতা লুচি হল
ভাজা শিশির ঘিয়ে।
দই সন্দেশ তৈরি হল
মাটিতে জল দিয়ে।
ব্যাঙের ছাতার নিচে সবে
খেতে বসল গিয়ে
আরে ফড়িং বাবুর বিয়ে।
কার লেখা?
উত্তরমুছুনeta kar lekha
মুছুন--যোগীন্দ্রনাথ সরকার --
উত্তরমুছুনঅসাধারণ ছড়া কোন ছোটো বেলায় পড়েছি, আবার পড়ে খুব ভালো লাগল
উত্তরমুছুন