১৫ আগ, ২০১৭

ফুটফুটে জোছনায়


ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়

বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম।

চাও কেন পিটিপিটি, উঠে পড় লক্ষ্মীটি!

চাঁদ চায় মিটিমিটি, বনভূমি নিঝ্ঝুম।

ফাল্গুনে বনে বনে, পরীরা যে ফুল বোনে

চলে এসো ভাইবোনে, চোখ কেন ঘুমঘুম?

--মোহিতলাল মজুমদার--

('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

1 টি মন্তব্য:


  1. আপনাকে ধন্যবাদ
    মনে পড়ে গেলো ছোটোবেলার দিন
    অনেক কষ্ট লাগলো তার সাথে সাথে
    খুব আনন্দ পেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন