২৬ নভে, ২০২০

পাকাপাকি



আম পাকে বৈশাখে
কুল পাকে ফাগুনে।
কাঁচা ইঁট পাকা হয়
পোড়ালে তা আগুনে।
রোদে জলে টিকে রং
পাকা কই তাহারে। 
ফলার টি পাকা হয়
লুচি দই আহারে।
                                          রাঁধুনি বসিয়া পাকে
পাক দেয় হাঁড়িতে।
সজোরে পাকালে চোখ
ছেলে কাঁদে বাড়িতে।
পাকায় পাকায় দড়ি
টান হয়ে  থাকে সে।
সজোরে পাকালে গোঁফ
তবু নাহি পাকে সে।

-- সুকুমার রায় --

1 টি মন্তব্য: