Bengali Rhymes লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bengali Rhymes লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৫ অক্টো, ২০১৬

ভয় পেয়ো না


ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না-- 
সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না--
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস করে যাও চারটি দিন,
আদর করে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রি দিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমায় লাগবে না।
অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে--
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।

--সুকুমার রায়--

১১ ফেব, ২০১৬

ঘুঘু

ঘুঘু পাখি ঘুঘু পাখি 
কি করুন সুরে 
সারাদিন বনে বনে
ডাক ঘুরে ঘুরে !
মাঠে মাঠে গোঠে বাটে 
উড়ে উড়ে যাও,
কান্নার সুর তুলে 
কি তুমি শুধাও?

বসন্তবৌরি

সেজে গুজে বসে আছে বসন্তবৌরি,
ঠিক যেন বসে আছে কনে সেজে গৌরী।  
চুপচাপ বসে ঐ  অপলক দৃষ্টি, 
টুং-টুং সুর তোলে  শুনতে কি মিষ্টি। 

কাঠঠোকরা

 
কাঠঠোকরা ঠকর ঠাঁই!
বনের সেপাই ঘুমটি নাই।
পোশাক-আশাক মজাদার,
লাল পাগড়ি জমাদার।
গাছের গায়ে আটকে নখ
ঠোকর মারে ঠকাঠক।
গর্ত খুঁড়ে গাছের গায়ে
তারই ভিতর রাত কাটায়।
ঠক-ঠকাঠক করছে কে?
কাঠঠোকরায় তাল ঠোকে।।
 


 

বুলবুল

 

চুলবুল বুলবুল
কোন্‌ পাখি তার তুল?
মিঠে শিস তুলছে
ঝুঁটি খানা দুলছে।
গাছে পাতা পত্তর
ঝিরিঝির দিন ভর,
ফুলকলি ফুটল,
বুলবুলি ছুটল।।
 

১০ ফেব, ২০১৬

বাবুই


বাবুই পাখির বাসা দোলে
গাছের ডালে পাতার কোলে।
ঝুলছে যেন বোতলখানা
বাজার থেকে সদ্য আনা।
ঘরের মাঝে রাত্রি হলে
জোনাক পোকার পিদিম জ্বলে।
বাবুই পাখির বাসাটি
দেখতে কেমন খাসাটি!
 

হাঁস

 
 
ওই দ্যাখো প্যাঁক প্যাঁক
হাঁস গুলো চলে,
খালে বিলে ঝিলে ওরা
চলে দলে দলে।
টুপ-টাপ দেয় ডুব
জলের তলায়,
গুগলি শামুক তুলে
ঠোঁটে ভেঙ্গে খায়।
হাঁস চলে আকাশেতে
হাঁস ভাসে জলে,
ডাঙ্গা দিয়ে গুটি গুটি
দেখো তারা চলে।

 

৮ ফেব, ২০১৬

মাসি গো মাসি

 
মাসি গো মাসি পাচ্ছে হাসি
নিম গাছেতে হচ্ছে শিম,
হাতীর মাথায় ব্যাং-এর ছাতা
কাগের বাসায় বগের ডিম।।
--সুকুমার রায়--

৫ ফেব, ২০১৬

আমাদের গ্রাম


আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে, নাহি কেহ পর। 
পাড়ার সকল ছেলে মোরা  ভাইভাই,
একসাথে খেলি আর পাঠশালে যাই। 
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। 
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। 
মাঠ ভরা ধান আর জল ভরা দিঘী ,
চাঁদের  কিরণ লেগে করে ঝিকিমিকি। 
আম গাছ ,জাম গাছ , বাঁশঝাড়  যেন,
মিলে  মিশে আছে ওরা আত্মীয় হেন। 
সকালে সোনার রবি পূব দিকে ওঠে ,
পাখি ডাকে , বায়ু বয় ,নানা ফুল ফোটে। 

 --বন্দে আলি মিঞা --