সেই ছোটবেলায় পড়া ছড়া আর গল্প। কোনটা বাবা-মায়ের মুখে শোনা - কোনটা বা স্কুলের বইয়ে পড়া আবার কোনোটা পাওয়া ছোটবেলায় উপহার পাওয়া ছড়ার বই , গল্পের বই থেকে।
দিগনগরের বুড়ি এল
তিনটি মেয়ে মুঠোয় ধরে,
একটি সেঁকে, একটি বাড়ে,
একটি ভালো রান্না করে,
মিহি সুতো কাটতে পারে
ঘরের কাজও করতে পারে,
ও গিন্নিমা, কিনবে নাকি -
একটি মেয়ে আদর করে?
('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)
খুব খুব ভালো উদ্যোগ.... একটানে ফিরে গেলাম ছোট্ট বেলায় মেয়েকে শেখানোর শোনানোরে জন্য ছড়া খুঁজছিলাম আর এই রত্ন ভান্ডার পেয়ে গেলাম অনেক ধন্যবাদ
Nice article post !!! For various historical Indian events Click Here For Visit this Site thanks ....
খুব খুব ভালো উদ্যোগ.... একটানে ফিরে গেলাম ছোট্ট বেলায়
উত্তরমুছুনমেয়েকে শেখানোর শোনানোরে জন্য ছড়া খুঁজছিলাম আর এই রত্ন ভান্ডার পেয়ে গেলাম
অনেক ধন্যবাদ
Nice article post !!! For various historical Indian events Click Here For Visit this Site thanks ....
উত্তরমুছুন