অ - অজগর আসছে তেড়ে
আ - আমটি আমি খাব পেড়ে
ই - ইঁদুরছানা ভয়ে মরে
ঈ - ঈগল পাখি পাছে ধরে
উ - উট চলেছে মুখটি তুলে
ঊ - [দীর্ঘ ] ঊ -টি আছে ঝুলে
ঋ - ঋষি মশাই বসেন পূজায়
ঌ - ঌ -কার যেন ডিগবাজি খায়
এ - এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ - ঐ দেখ ভাই চাঁদ উঠেছে
ও - ওল খেয়ো না ধরবে গলা
ঔ - ঔষধ খেতে মিছে বলা
--যোগীন্দ্রনাথ সরকার --
আ - আমটি আমি খাব পেড়ে
ই - ইঁদুরছানা ভয়ে মরে
ঈ - ঈগল পাখি পাছে ধরে
উ - উট চলেছে মুখটি তুলে
ঊ - [দীর্ঘ ] ঊ -টি আছে ঝুলে
ঋ - ঋষি মশাই বসেন পূজায়
ঌ - ঌ -কার যেন ডিগবাজি খায়
এ - এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ - ঐ দেখ ভাই চাঁদ উঠেছে
ও - ওল খেয়ো না ধরবে গলা
ঔ - ঔষধ খেতে মিছে বলা
--যোগীন্দ্রনাথ সরকার --
অনেক দিন পর পড়লাম। খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
উত্তরমুছুনদয়া করে ব্যঞ্জন বর্ণ গুলিও দিন। বাধিত হবো। ধন্যবাদ।
উত্তরমুছুনখুব সুবিধা হলো বাংলা ছড়া শেখাবার।বই তো নেই। ধন্যবাদ
উত্তরমুছুনআমার এইগুলোই পরে ছিলাম তাই আমার বাচ্চাকেও পরাতে সুবিধা হলো। অনেক দিন পর পরে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ 🙏
উত্তরমুছুনঅসাধারণ প্রচেষ্টা কিন্তু আর আপলোড হচ্ছেনা কেন?
উত্তরমুছুনপাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিছু বিশেষ কারণবশত বেশ কিছু সময় নতুন কনটেন্ট আপলোড করা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি আমরা নতুন কনটেন্ট আপলোড করছি। সঙ্গে থাকুন 🙂
উত্তরমুছুনছোটবেলায় পড়েছিলাম। এখনও মনে আছে।
উত্তরমুছুনক কাকাতুয়ার মাথায় ঝুটি
উত্তরমুছুনখ খেকশিয়াল ই পালায় ছুটি
গ গরু-বাছুর দাঁড়িয়ে আছে
ঘ ঘুঘু পাখি ডাকছে গাছে
ঙ ঙ নৌকা মাঝি ব্যাং
চ চিতাবাঘের সরু ঠ্যাং
ছ ছাগলছানা লাফিয়ে চলে
জ জাহাজ ভাসে সাগর জলে
ঝ ঝাঁটা হাতে এলো কানাই
ঞ ঞ চড়ে নাচ্ছে দুভাই
ট টিয়া পাখির ঠোঁটটি লাল
ঠ ঠাকুরদাদার শুকনো গাল
ড ডুলি কাঁধে বেহারা যায়
ঢ ঢুলি ভাইয়া ঢোলক বাজায়
ণ ণ নাকের পরে
ত তিনি আপন শিকার ধরে
থ থালা ভরা আছে মিঠাই
দ দোয়াত আছে কালি নাই
ধ ধোপা কেমন কাপড় কাচে
ন নাপিত ভায়া দাড়ি চাচে
প পাখির বাসা হাওয়ায় নড়ে
ফ ফোয়ারা হতে জল পড়ে
ব বুলবুলিটি ঠোঁটটি কালো
ভ ভালুক জানে বাসতে ভালো
ম ময়ূর নাচে পেখম তুলে
য যাঁতা ঘোরে হাতে জোরে
র রাজহাঁসের গলা সরু
ল লাঠির জোরে পালায় গরু
ব বাঘের যত সাহস চোখে
শ শকুন কাঁদে গরুর শোকে
ষ ষাঁর ছুটেছে পুকুর পাড়ে
স সিংহ রাগে কেশর নাড়ে
হ হাসি মুখটা দেখতে বেশ
ড় ড় দফা হলো শেষ
ঢ় ঢ় মাথা কামড়ে খায়
ৎ ঐ পুষি র গায়ে.