hashi-khushi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
hashi-khushi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২ ফেব, ২০১৬

হাসিখুশি থেকে .... (৩)

- কাকাতুয়ার মাথায় ঝুঁটি 
- খ্যাঁকশিয়ালি পালায় ছুটি 
- গরু বাছুর দাড়িয়ে আছে 
- ঘুঘুপাখি ডাকছে গাছে 
- ঙ নৌকা মাঝি ব্যাঙ 
- চিতা বাঘের সরু ঠ্যাং 
- ছাগলছানা লাফিয়ে চলে 
- জাহাজ ভাসে সাগর জলে 

- ঝাড়ু  হাতে এল  কানাই 
- ঞ চড়ে নাচছে দুভাই  
- টিয়া পাখির ঠোঁটটি লাল 
- ঠাকুরদাদার শুকনো গাল 
- ডুলি কাঁধে বেহারা যায় 
- ঢুলিভায়া ঢোলক বাজায়
- [মূর্ধন্য]ণ নাকের 'পরে 
- তিমি আপন শিকার ধরে 
- থালা ভরা আছে মিঠাই 
- দোয়াত আছে কালি নাই 
- ধোপা কেমন কাপড় কাচে 
- নাপিতভায়া দাড়ি চাঁচে 
- পাখির বাসা হাওয়ায় নড়ে 
- ফোয়ারা হতে জল পড়ে 
- বুলবুলিটির মুখটি কালো 
- ভালুক জানে বাসতে ভালো 
- ময়ূর নাচে পেখম ধরে 
-  যাতা ঘোরে হাতের জোরে
- রাজহাঁসটির  গলা সরু 
- লাঠির চোটে পালায় গরু 
- বাঘের যত সাহস চোখে 
- শকুন কাঁদে গরুর শোকে 
- ষাঁড় ছুটেছে পুকুরপাড়ে 
- সিংহ রাগে কেশর নাড়ে 
- হাসি মুখটি দেখতে বেশ 
- ড়-এর দফা হলো শেষ 
ঢ়-এর মাথা কামড়ে খায়
- [খণ্ড-ত]ৎ ঐ পুষির গায়
- য় ছিল তাই  গেল বেঁচে 

- [অনুস্বার] ং-টি হারিয়ে গেছে 
- [বিসর্গ] ঃ-এর ভুঁড় পেট 

- [চন্দ্রবিন্দু] ঁ-র মাথা হেঁট 



--যোগীন্দ্রনাথ সরকার --


মামার বাড়ি

 
মামাদের দরজায় 
বাঘা থাকে এক;
তেড়ে  নাহি আসে , নাহি 
করে ভেক ভেক। 
 
 
মামাদের পুকুরেতে 
আছে বড় রুই;
পশু আর মাছে মিলে 
একে একে দুই। 
 
মামাদের বাগানেতে 
চরিছে হরিণ ;
দুই পশু এক মাছ-
দুয়ে একে তিন। 

মামাদের রাঙা গরু 
কিবা রূপ তার;
তিন পশু এক মাছ 
তিনে একে চার। 
 
মামাদের  বানরের 
কি মজার নাচ;
চার পশু এক মাছ 
চারে একে পাঁচ। 
 
মামাদের সাদা ভেড়া 
উঠানেতে রয়;
পাঁচ পশু এক মাছ 
পাঁচে একে ছয়। 
 

মামাদের খরগোশ 
চাটে  এসে হাত;
ছয় পশু এক মাছ 
ছয় একে সাত। 
 
মামাদের পোষা মেনি 
যেন বড়লাট;
সাত পশু এক মাছ 
সাতে একে আট। 


মামাদের রাজহাঁস 
পুকুরেতে রয়;
পশু, পাখি, মাছে মিলে 
আটে একে নয়। 
 
মামাদের চাকরের 
হয়েছে বয়স;
সবে তারে ভালবাসে 
নয়ে  একে দশ। 

--যোগীন্দ্রনাথ সরকার --

১ ফেব, ২০১৬

দশটি ছেলে

হারাধনের দশটি ছেলে 
ঘোরে পাড়াময় ,
একটি কোথা হারিয়ে গেল 
রইল  বাকি নয়। 

হারাধনের নয়টি ছেলে 
কাটতে গেল কাঠ,
একটি কেটে দুখান হল 
রইল  বাকি আট। 

হারাধনের আটটি ছেলে 
বসল খেতে ভাত ,
একটির পেট ফেটে গেল 
রইল বাকি সাত। 

হারাধনের সাতটি ছেলে 
গেল জলাশয় ,
একটি সেথা ডুবে ম'ল 
রইল বাকি ছয়। 

হারাধনের ছয়টি ছেলে
চড়তে গেল গাছ ,
একটি ম'ল পিছলে পড়ে 
রইল বাকি পাঁচ। 

হারাধনের পাঁচটি ছেলে 
গেল বনের ধার,
একটি গেল বাঘের পেটে 
রইল বাকি চার। 

হারাধনের চারটি ছেলে 
নাচে ধিন ধিন,
একটি ম'ল আছাড়  খেয়ে 
রইল  বাকি তিন। 

হারাধনের তিনটি ছেলে 
ধরতে গেল রুই,
একটি খেল বোয়াল মাছে 
রইল বাকি দুই। 

হারাধনের দুইটি ছেলে 
মারতে গেল ভেক ,
একটি ম'ল সাপের বিষে 
রইল বাকি এক। 

হারাধনের একটি ছেলে 
কাঁদে ভেউ ভেউ ,
মনের দুঃখে বনে গেল 
রইল না আর কেউ। 

--যোগীন্দ্রনাথ সরকার --

হাসি-খুশি থেকে .... (2)

 
কাক ডাকে কা কা,
আগে অ, পরে আ। 


খোকা হাসে হি হি,
[হ্রস্ব] ই , [দীর্ঘ] ঈ। 
 

ঘুঘু করে ঘু ঘু ,
[হ্রস্ব] উ  , [দীর্ঘ] ঊ। 
 

রুই কাতলা  জোড়া কৈ,
ঋ ঌ এ ঐ। 
 

ভুলো ডাকে ভৌ  ভৌ,
বাকি শুধু  ও ঔ। 


-- যোগীন্দ্রনাথ সরকার --

হাসিখুশি থেকে ....

- অজগর আসছে তেড়ে 
- আমটি আমি খাব পেড়ে 
-  ইঁদুরছানা ভয়ে মরে 
 - ঈগল পাখি পাছে ধরে 
- উট চলেছে মুখটি তুলে 
- [দীর্ঘ ] ঊ -টি আছে ঝুলে 
- ঋষি মশাই বসেন পূজায় 
- ঌ -কার যেন ডিগবাজি খায় 
- এক্কা গাড়ি খুব ছুটেছে
- ঐ দেখ ভাই চাঁদ উঠেছে 
- ওল খেয়ো না ধরবে গলা 
- ঔষধ খেতে মিছে বলা 

--যোগীন্দ্রনাথ সরকার --