মামাদের দরজায়
বাঘা থাকে এক;
তেড়ে নাহি আসে , নাহি
করে ভেক ভেক।
মামাদের পুকুরেতে
আছে বড় রুই;
পশু আর মাছে মিলে
একে একে দুই।
মামাদের বাগানেতে
চরিছে হরিণ ;
দুই পশু এক মাছ-
দুয়ে একে তিন।
মামাদের রাঙা গরু
কিবা রূপ তার;
তিন পশু এক মাছ
তিনে একে চার।
মামাদের বানরের
কি মজার নাচ;
চার পশু এক মাছ
চারে একে পাঁচ।
মামাদের সাদা ভেড়া
উঠানেতে রয়;
পাঁচ পশু এক মাছ
পাঁচে একে ছয়।
মামাদের খরগোশ
চাটে এসে হাত;
ছয় পশু এক মাছ
ছয় একে সাত।
মামাদের পোষা মেনি
যেন বড়লাট;
সাত পশু এক মাছ
সাতে একে আট।
মামাদের রাজহাঁস
পুকুরেতে রয়;
পশু, পাখি, মাছে মিলে
আটে একে নয়।
মামাদের চাকরের
হয়েছে বয়স;
সবে তারে ভালবাসে
নয়ে একে দশ।