দিগনগরের বুড়ি এল
তিনটি মেয়ে মুঠোয় ধরে,
একটি সেঁকে, একটি বাড়ে,
একটি ভালো রান্না করে,
মিহি সুতো কাটতে পারে
ঘরের কাজও করতে পারে,
ও গিন্নিমা, কিনবে নাকি -
একটি মেয়ে আদর করে?
('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)
সেই ছোটবেলায় পড়া ছড়া আর গল্প। কোনটা বাবা-মায়ের মুখে শোনা - কোনটা বা স্কুলের বইয়ে পড়া আবার কোনোটা পাওয়া ছোটবেলায় উপহার পাওয়া ছড়ার বই , গল্পের বই থেকে।
দিগনগরের বুড়ি এল
তিনটি মেয়ে মুঠোয় ধরে,
একটি সেঁকে, একটি বাড়ে,
একটি ভালো রান্না করে,
মিহি সুতো কাটতে পারে
ঘরের কাজও করতে পারে,
ও গিন্নিমা, কিনবে নাকি -
একটি মেয়ে আদর করে?
('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)
আনন্দমেলা
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
নীল আকাশে সুয্যিমামা
ঝলক দিয়েছে।
সবুজ মাঠে নতুন পাতা
গজিয়ে উঠেছে।
পালিয়েছিল সোনার টিয়ে
ফিরে এসেছে।
ক্ষীর নদীটির পারে খোকন
হাসতে লেগেছে।
('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)