১৫ আগ, ২০১৭

বাবা আর মা






বাবাও নাকি ছোট ছিলেন

মা ছিলেন এক রত্তি

ঠাম্মা-দিদু বলে এ সব

মিথ্যে নয় সত্যি!

বাবা ছিলেন আমার সমান

টুয়ার সমান মা

বাবা চড়তেন কাঠের ঘোড়ায়

মা দিতেন হামা।

---সুনীল গঙ্গোপাধ্যায়---

('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

1 টি মন্তব্য:

  1. ছেলেবেলার সেই দিনগুলো খুব মনে পড়ে।নিজের সন্তানকে সেই সুন্দর বই হাতে দিতে পারলে আনন্দ হয়।

    উত্তরমুছুন