১৫ আগ, ২০১৭

তুতলি পাখি

তুতলি পাখি তুতলি পাখি

দেখতে বড় খাসা

কাঠদোলনা ঝোপের ভেতর

তুতলি পাখির বাসা।


কাঠদোলনা কাঠদোলনা

দুলছ কেন না?

দেখো যেন তুতলি আমার

উঠে পড়ে না।


তুতলি বুড়ি রূপের ঝুড়ি

আয় মা আমার কোলে

কান ভরে তোর গান শুনি মা

দেখি দুচোখ মেলে।


---গৌরী ধর্মপাল---
('কচিমুখে আবৃত্তির ছড়া' গ্রন্থ থেকে সংগৃহীত)

৩টি মন্তব্য: