bok-boki লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bok-boki লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ ফেব, ২০১৬

বক-বকী


এক বক। 
সে পুকুর পাড়ে  থাকে আর মাছ ধরে ধরে খায় -- 
কপ কপ কপ কপ কপ কপ কপ কপ। .......
ছোট মাছ বড় মাছ রোগা মাছ মোটা মাছ  লাল মাছ নীল মাছ বেলে মাছ গুলে মাছ। 
খায় আর মোটা  হয়। 

খেয়ে খেয়ে বক এত মোটা  হল  যে আর উড়তেও পারে না, চলতেও পারে না।  তখন বক দাঁড়িয়ে দাঁড়িয়েই মাছ ধরে ধরে খায় --
কপ কপ কপ কপ কপ কপ। .......
ছোট মাছ বড় মাছ রোগা মাছ মোটা মাছ  লাল মাছ নীল মাছ বেলে মাছ গুলে মাছ। 
খায় আর মোটা  হয়। 

খেয়ে খেয়ে বক এত মোটা  হল  যে আর দাঁড়াতেও পারে না। তখন বক বসে বসেই মাছ ধরে ধরে খায় --
কপ কপ কপ কপ । .......
ছোট মাছ বড় মাছ রোগা মাছ মোটা মাছ  লাল মাছ নীল মাছ বেলে মাছ গুলে মাছ। 
খায় আর মোটা  হয়। 

খেয়ে খেয়ে বক এত মোটা  হল  যে আর বসতেও পারে না। তখন বক শুয়ে শুয়েই মাছ ধরে ধরে খায় --
কপ কপ । .......
ছোট মাছ বড় মাছ রোগা মাছ মোটা মাছ  লাল মাছ নীল মাছ বেলে মাছ গুলে মাছ। 
খায় আর মোটা  হয়। 

শেষকালে বক এত মোটা  হয়ে গেল যে চোক পজ্জন্ত খুলতে পারে না।  তখন বক ঘু-মি-য়ে  পড়ল। 

বক ঘুমোয়। 

বক-বৌ  তার পাশে দাঁড়িয়ে বাঁশপাতা দিয়ে হাওয়া করে আর কাঁদে  আর ভাবে --
আহা, তখন কেন বারণ করি নি ?
কাঁদতে কাঁদতে কাঁদতে কাঁদতে  বক বৌ  এর চোকের  জলও ফুরিয়েচে  আর  বকেরও ঘুম ভেঙেছে। 
চোক  রগড়াতে রগড়াতে বক বলচে , বউ , খিদে। 
বৌ  বলচে , উঁহু,এখন নয়। 

একদিন যায়। দুদিন যায়।  বক উঠে দাঁড়িয়েছে।  বলচে , বৌ , বড্ড খিদে।
বৌ বলচে , উঁহুহু , এখনো নয়। 

একদিন যায়।  বক হাঁটতে হাঁটতে একেবারে জলের ধারে  এসে বলচে, আর পারচিনে , বৌ।  ধরি ?
বৌ বলচে, আর একটু সবুর কর। 
পরের দিন বক বললে, এবার ফু দিলেই উড়ে যাব রে বৌ , ডানা আর নাড়তে হবে না। 

বৌ  বললে , ডানা তোমায় নাড়তে হবে না। ঐ  তো বাতাস ফু দিয়েচে। ওড়। 
নলখাগড়ার বন শিরশির করে উঠল।  বক উড়ল। 
বৌ-ও উড়ল সঙ্গে সঙ্গে। 
বৌ  বললে, কি ? খিদে পাচ্চে ?
বক বললে, দাঁড়া, আর একটু উড়ে নিই।  আঃ বাঁচালি বৌ। 

--গৌরী ধর্মপাল--