২৬ নভে, ২০২০

পাকাপাকি



আম পাকে বৈশাখে
কুল পাকে ফাগুনে।
কাঁচা ইঁট পাকা হয়
পোড়ালে তা আগুনে।
রোদে জলে টিকে রং
পাকা কই তাহারে। 
ফলার টি পাকা হয়
লুচি দই আহারে।
                                          রাঁধুনি বসিয়া পাকে
পাক দেয় হাঁড়িতে।
সজোরে পাকালে চোখ
ছেলে কাঁদে বাড়িতে।
পাকায় পাকায় দড়ি
টান হয়ে  থাকে সে।
সজোরে পাকালে গোঁফ
তবু নাহি পাকে সে।

-- সুকুমার রায় --

৪ নভে, ২০২০

কিনবে নাকি? : সুখলতা রাও



 দিগনগরের বুড়ি এল

তিনটি মেয়ে মুঠোয় ধরে,

একটি সেঁকে, একটি বাড়ে,

একটি ভালো রান্না করে,

মিহি সুতো কাটতে পারে

ঘরের কাজও করতে পারে,

ও গিন্নিমা, কিনবে নাকি -

একটি মেয়ে আদর করে? 


('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)

আনন্দমেলা : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

 


আনন্দমেলা

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার


নীল আকাশে সুয্যিমামা

ঝলক দিয়েছে।

সবুজ মাঠে নতুন পাতা

গজিয়ে উঠেছে।

পালিয়েছিল সোনার টিয়ে

ফিরে এসেছে।

ক্ষীর নদীটির পারে খোকন

হাসতে লেগেছে। 

('কচিমুখে আবৃত্তির ছড়া ' গ্রন্থ থেকে সংগৃহীত)