সেই ছোটবেলায় পড়া ছড়া আর গল্প। কোনটা বাবা-মায়ের মুখে শোনা - কোনটা বা স্কুলের বইয়ে পড়া আবার কোনোটা পাওয়া ছোটবেলায় উপহার পাওয়া ছড়ার বই , গল্পের বই থেকে।
১৫ আগ, ২০১৭
২৭ মে, ২০১৭
চড়ুই
ধুলোর মধ্যে স্নান সেরে নেয়
ছোট্ট চড়ুই পাখি ,
সারাটা দিন কিচির মিচির ,
শুধুই ডাকাডাকি।
ঘুলঘুলিতে বাসা ওদের ,
সূর্য যখন ডোবে ,
তখন গিয়ে সেইখানে ও
মায়ের পাশে শোবে।
-নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ছড়া
পাখি তুই চলে আয়
পিপঁড়ের গর্তে
পাখি বলে, যেতে পারি
শুধু এক শর্তে;
রোজ যদি দিতে পারো
সন্দেশ , দই,
তার সাথে একখানা
গল্পের বই।
- প্রীতিভূষণ চাকী
আমি যদি হতুম
আমি যদি বাবা হতুম,
বাবা হত খোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা।
রোজ যদি হতো রবিবার
কি মজাটাই হত যে আমার।
থাকতো নাকো নামতা লেখা-জোকা।
থাকতো নাকো যুক্তাক্ষর, অংকে ধরতো পোকা।
- কাজী নজরুল ইসলাম
বাবা হত খোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা।
রোজ যদি হতো রবিবার
কি মজাটাই হত যে আমার।
থাকতো নাকো নামতা লেখা-জোকা।
থাকতো নাকো যুক্তাক্ষর, অংকে ধরতো পোকা।
- কাজী নজরুল ইসলাম
খোকার প্রশ্ন
আচ্ছা মাগো, বলো দেখি
রাত্রি কেন কালো ?
সুয্যিমামা কোথা থেকে
পেলেন এমন আলো ?
ফুলগুলো সব নানান রঙের
কেমন করে হয় ?
পাতাগুলো সবুজ কেন
ফুলের মতো নয় ?
-বিভাবতী সেন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)