ধুলোর মধ্যে স্নান সেরে নেয়
ছোট্ট চড়ুই পাখি ,
সারাটা দিন কিচির মিচির ,
শুধুই ডাকাডাকি।
ঘুলঘুলিতে বাসা ওদের ,
সূর্য যখন ডোবে ,
তখন গিয়ে সেইখানে ও
মায়ের পাশে শোবে।
-নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সেই ছোটবেলায় পড়া ছড়া আর গল্প। কোনটা বাবা-মায়ের মুখে শোনা - কোনটা বা স্কুলের বইয়ে পড়া আবার কোনোটা পাওয়া ছোটবেলায় উপহার পাওয়া ছড়ার বই , গল্পের বই থেকে।